নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ১৩ অক্টোবর : লংতরাইভ্যালী মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমার বিভিন্ন বাজারের দোকানগুলিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে অভিযান চালানো হচ্ছে। শ্রমদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, আবগারী দপ্তর সহ মোট ছয়টি দপ্তর যৌথভাবে এই অভিযান চালিয়েছে। প্রথম দফায় ১২ অক্টোবর ছামনু, ছৈলেংটা, ময়নামা সহ কয়েটি বাজার এবং দ্বিতীয় দফায় ১৩ অক্টোবর মনু, মাছলি, ধূমাছড়া সহ কয়েকটি বাজারে এই অভিযান সংঘঠিত করা হয়েছে। বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্য সামগ্রী বাজায়াপ্ত করা হয়েছে এই অভিযানে। পাশাপাশি বিভিন্ন খাদ্য সামগ্রী ও হোটেলগুলিতেও হানা দিয়ে ডোমেস্টিক গ্যাস সিলেন্ডার আটক করা হয়েছে। খাদ্যের গুণগতমান বজায় রেখে ব্যবসা করার নির্দেশ দেওয়া হয় দোকানীদের এদিন ।
এই অভিযান সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে, মহকুমা শাসক উওম কুমার ভৌমিক জানিয়েছেন, পূর্বেই ক্রেতা ও বিক্রেতা সহ জনসাধারণের স্বার্থ রক্ষায় দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আইন লিফলেট আকারে প্রকাশ করে মহকুমার ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। যাতে তারা এই আইনগুলো লক্ষ্য রেখেই তাদের ব্যবসা পরিচালনা করে। যাতে ক্রেতার স্বার্থও সুরক্ষিত থাকে। বাজারগুলোতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে আগামী দিনেও এ ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন দপ্তরের আধিকারিকরা।
2023-10-13