মুম্বই, ১৩ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন এনসিপি প্রধান শরদ পওয়ার। একনাথ শিন্ডে সরকারের সমালোচনা করে শুক্রবার শরদ পওয়ার বলেছেন, “মহারাষ্ট্রে আইন-শৃঙ্খলা একটি বড় উদ্বেগের বিষয়। রাজ্য সরকারের এই পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল শূন্য সরকারি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া, যা সঠিক নয়।”
শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে শরদ পওয়ার বলেছেন, “এনসিপি এবং শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) মহারাষ্ট্রের স্পিকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু বিধায়কের অযোগ্যতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। সুপ্রিম কোর্ট সময়বদ্ধ পদ্ধতিতে স্পিকারকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিতে পারে। আমরা আশঙ্কা করছি, এ ব্যাপারে বিলম্বের কৌশল ব্যবহার করা হচ্ছে।”