নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৩ অক্টোবর : তুলাশিখর ব্লকের অন্তর্গত পূর্ববেহালাবাড়িতে এক প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে শুক্রবার৷ খোয়াই মহকুমা প্রশাসনের উদ্যোগে তুলাশিখর ব্লক পূর্ব বেহালাবাড়ি এলাকার সহদাস বৈষ্ণব এস বি স্কুলে প্রশাসনিক শিবির এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল এদিন। খোয়াই মহকুমা শাসক বিজয় সিনহা, বি ডি ও মানস মুড়াসিং সহ সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিনের স্বাস্থ্য শিবিরে। প্রশাসনিক শিবিরে এলাকার জনগন থেকে এসটি, ওবিসি, পিআরটিসি সহ বিভিন্ন সার্টিফিকেট প্রদানের লক্ষ্যে আবেদনপত্র সংগ্রহ করা হয়েছে৷ তাছাড়া এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করা হয় এলাকার জনগনকে নিয়ে।
শিবিরে জনজাতি অংশের ব্যাপক অংশের জনগণ স্বাস্থ্য পরিষেবার সুযোগ গ্রহণ করেছেন এদিন৷ স্বাস্থ্য শিবিরে রোগীদের পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ পত্রও প্রদান করা হয়েছে৷
এদিনের শিবির সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে, খোয়াই মহকুমা শাসক বলেছেন, প্রশাসন শুধুমাত্র অফিসের ভিতরে তাদের কাজকর্ম সীমাবদ্ধ রাখতে চায়না৷ প্রশাসনিক যাবতীয় সুযোগ-সুবিধা যাতে প্রতিটি এলাকায় পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যকে সামনে রেখেই বর্তমান প্রশাসন কাজ করে চলেছে৷ প্রশাসনিক শিবিরে যেসব সার্টিফিকেট প্রদানের জন্য আবেদন পত্র সংগ্রহ করা হয়েছে সেইসব সার্টিফিকেট সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানানো হয়েছে এদিন৷ আগামী দিনেও ব্লক এলাকার বিভিন্ন স্থানে এ ধরনের প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির সংগঠিত করা হবে বলে জানানো হয়েছে৷এদিনের শিবিরের শেষে ,এস টি, পি আর টি সি, ম্যারেজ সার্টিফিকেট, আঁধার কার্ড প্রদানের করা হয় আবেদনকারীদের মধ্যে।