মুর্শিদাবাদ, ১৩ অক্টোবর (হি.স.) : ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবতীর। রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। সেই সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। শুক্রবারের এই ঘটনায় শোরগোল পড়ে যায় মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার নতুন ডাকবাংলা সংলগ্ন রেললাইন এলাকায়।
দুপুর পর্যন্ত মৃত ওই যুবতীর নাম ও পরিচয় কিছুই জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সামশেরগঞ্জ থানা ও রেল পুলিশের আধিকারিকরা। তাঁরা যুবতীর নাম-পরিচয় জানার চেষ্টা করছেন।
এদিন ধুলিয়ান গঙ্গা স্টেশনের দিক থেকে রেললাইন ধরে হেঁটে নতুন ডাকবাংলার দিকে আসছিলেন ওই যুবতী। সেই সময় হঠাৎ পেছন থেকে আজিমগঞ্জগামী একটি ট্রেন ধাক্কা মারে তাঁকে। ট্রেনের ধাক্কায় ছিটকে পাশের নয়নজুলিতে পড়েন ওই যুবতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃতদেহটি উদ্ধার করে রেল পুলিশের পক্ষ থেকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।