জম্মু, ১২ অক্টোবর (হি.স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত ১৩ থেকে ১৫ অক্টোবর জম্মু ও কাশ্মীর সফরে থাকবেন। এই তিন দিনের অবস্থানে ডাঃ ভাগবত অনেক সাংগঠনিক সভা এবং সার্বজনিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
সংঘের পূর্ব প্রান্ত কার্যবাহ পুরুষোত্তম দাধিবি এবং সহ- প্রান্ত কার্যবাহ অবতার কৃষ্ণ তরকারু বৃহস্পতিবার হিন্দুস্থান সমাচারকে বলেন যে, ডক্টর ভাগবত ১৩ অক্টোবর সন্ধ্যায় জম্মু পৌঁছাবেন। তিনি ১৪ অক্টোবর সংঘের বিভিন্ন সংগঠনের সমন্বয় সভায় এবং প্রমুখ কার্যকর্তাদের বৈঠকে উপস্থিত থাকবেন। ডাঃ ভাগবত কাঠুয়া জেলায় অবস্থিত স্টেডিয়ামে ১৫ অক্টোবর কাঠুয়া বিভাগের স্বয়ংসেবকদের সমাবেশে ভাষণ দেবেন। এরপর তিনি কাঠুয়া জেলার জাখাবার গ্রামের প্রধান চত্বরে ভারত মাতার মূর্তি উন্মোচন করবেন এবং সেখানে নারী শক্তির উদ্দেশে ভাষণও দেবেন।
জম্মুতে অবস্থানকালে তিনি মা বাবে ওয়ালী মন্দির দর্শন করবেন। সরসঙ্ঘচালক হওয়ার পর তিনি প্রথমবারের মতো মা বাবে ওয়ালী মন্দির দর্শনে যাবেন। জম্মু ও কাশ্মীরের রাজার দুর্গে অবস্থিত মা বাবে ওয়ালী মন্দিরের মহিমা সর্বজনবিদিত এবং জম্মু বিভাগের প্রতিটি মানুষ মায়ের আশীর্বাদ ছাড়া কোন শুভ কাজ করেন না।

