Breaking: দুর্গোৎসবে বাংলাদেশ থেকে ত্রিপুরার জন্য বরাদ্দ পদ্মার ইলিশ পুরোটা মিলবে না, মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ২২ দিনের জন্য জারি রফতানিতে নিষেধাজ্ঞা

আগরতলা, ১২ অক্টোবর : দুর্গোৎসবে বাংলাদেশ থেকে ত্রিপুরার জন্য বরাদ্দ পদ্মার ইলিশ পুরোটা মিলবে না। কারণ, আজ ১২ অক্টোবর থেকে বাংলাদেশ সরকার ২ নভেম্বর পর্যন্ত ইলিশের রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। মূলত, ইলিশের সর্বোচ্চ প্রজননকালীন সময়ে নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এ সময়ে ওই স্বর্ণালী মাছ ধরা, বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ থাকবে। বাংলাদেশ সরকারের দাবি, এই সময়কালে ডিম দেওয়া মা ইলিশকে রক্ষা করা ওই নিষেধাজ্ঞা আরোপের মূল উদ্দেশ্য। ত্রিপুরায় মাছ আমদানিকারক বিমল রায় আক্ষেপ করে বলেন, বাংলাদেশ থেকে ইলিশ আমদানির অনুমতি আরও কিছুদিন পূর্বে দেওয়া হলে বরাদ্দ পুরো মাছ ত্রিপুরার মানুষের দরবারে পৌছে দেওয়া সম্ভব হতো। এখন দুর্গোৎসবে ত্রিপুরার মানুষের অনেকেরই পদ্মার ইলিশের রসনা তৃপ্তি অতৃপ্ত হয়েই থাকবে। 

প্রসঙ্গত, বাংলাদেশ গত ২০ সেপ্টেম্বর ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল। ৩০ অক্টোবর পর্যন্ত ওই মাছ আমদানির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। বাঙালির প্রধান উৎসব দূর্গোৎসবকে ঘিরে উন্মাদনা রীতিমতো চড়তে শুরু করেছে। এরই মধ্যে বাঙালির রসনা তৃপ্তির জন্য ত্রিপুরার বাজারে চলে এসেছে পদ্মার ইলিশ। মূলত, উৎসবে ভোজন রসিক বাঙালির পাতে ইলিশ ছাড়া চলে না। আর তা যদি হয় পদ্মার ইলিশ তাহলে অনুভূতি প্রকাশ করার ভাষা খুজে পাওয়া মুশকিল। কিন্তু, উৎসবের আনন্দে কিছুটা ছন্দপতন ঘটতে চলেছে। কারণ, বাংলাদেশ থেকে আজ থেকে আগামী ২২ দিন ইলিশ আমদানি করা যাবে না। 

এ-বিষয়ে মাছ আমদানিকারক বিমল রায় বলেন, বাংলাদেশ সরকার থেকে ত্রিপুরার জন্য ১৫০ টন ইলিশ আমদানির অনুমতি মিলেছিল। কিন্তু, সাকুল্যে ৬৫ টন ইলিশ আমদানি সম্ভব হয়েছে। তাঁর ক্ষোভ, গতকাল রাতে বাংলাদেশের আখাউড়া চেকপোস্টে ইলিশ এসে পৌছেছিল। আজ সকালে ত্রিপুরায় ঢুকবে স্থির হয়েছিল। কিন্তু, ইলিশ রফতানিতে বাংলাদেশ সরকার আজ থেকে নিষেধাজ্ঞা জারি করায় ওই মাছ আমদানি সম্ভব হয়নি। তাঁর বক্তব্য, ইলিশের প্রজননের সময়কাল বাংলাদেশ সরকার বিলক্ষণ জানে। সেক্ষেত্রে, ইলিশ আমদানির অনুমতি আরও কিছুদিন পূর্বে দেওয়া হলে দুর্গোৎসবে ত্রিপুরার মানুষ অনেকের কাছেই ওই মাছ পৌছে দেওয়া সম্ভব হতো। সাথে তিনি যোগ করেন, দুর্গোৎসবকে লক্ষ্য রেখে অন্তত আগামী বৃহস্পতিবার পর্যন্ত ইলিশ আমদানিতে ত্রিপুরাকে ছাড় দেওয়া হলে উৎসবের মুহুর্তে ত্রিপুরাবাসির অনেকেরই রসনা তৃপ্তি করা যেত। 

প্রসঙ্গত, বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ মাছ অন্য নদীর ইলিশ মাছের চেয়ে বেশি জনপ্রিয়। বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় ইলিশ খুবই জনপ্রিয়। এই স্বর্ণালী মাছ সমুদ্র থেকে নদীতে এসে ডিম দেয়। বিশ্বের প্রায় ৭৫ শতাংশ ইলিশ বাংলাদেশে উৎপাদিত হয়। ত্রিপুরার বাজারে বাংলাদেশ ছাড়াও মায়ানমার থেকে আমদানি করা ইলিশ পাওয়া যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *