হাফলং (অসম), ১২ অক্টোবর (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে এখন উৎসবের আমেজ। পাহাড়ি জেলায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতির পাশাপাশি চলছে জাটিঙ্গা মহোৎসবের প্রস্তুতি। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের উদ্যোগে আগামী ২০ ও ২১ অক্টোবর হাফলঙে অনুষ্ঠিত হবে জাটিঙ্গা মহোৎসব।
২০ অক্টোবর ষষ্ঠীর বোধন এবং ২১ অক্টোবর সপ্তমী। তার মধ্যেই অনুষ্ঠিত হবে দুদিন ব্যাপী জাটিঙ্গা মহোৎসব। দেশ-বিদেশের পর্যটকদের কাছে বিখ্যাত জাটিঙ্গায় সেপ্টেম্বর মাস থেকেই দেশ-বিদেশের বিভিন্ন প্রজাতির পাখি আসা শুরু হয়ে গেছে। নভেম্বর মাস পর্যন্ত এই সব পরিযায়ী পাখির আসা-যাওয়া অব্যাহত থাকবে। এখন জাটিঙ্গায় তেমন পাখি না আসলেও জাটিঙ্গার কাছে রেটজলের দিহং গ্রামে দেশ-বিদেশের পরিযায়ী পাখির আসা-যাওয়া বেড়ে গেছে। বিশেষ করে ঘন কুয়াশা, মেঘলা আকাশ, অন্ধকার রাতে দেশ-বিদেশের পরিযায়ী পাখিরা জাটিঙ্গায় আসে। আর ওই সময় জাটিঙ্গায় পরিযায়ী পাখিদের সংরক্ষণ ও সুরক্ষিত রাখতে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতেই এই জাটিঙ্গা মহোৎসবের আয়োজন করে প্রতি বছর উত্তর কাছাড় পার্বত্য পরিষদ।
হাফলং থেকে ৯ কিলোমিটার দূরবর্তী জাটিঙ্গায় জাতীয় সড়কের পাশে অনুষ্ঠিত হবে জাটিঙ্গা মহোৎসব। ২০ অক্টোবর জাটিঙ্গা মহোৎসবের উদ্বোধন করবেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।
এবার জাটিঙ্গা মহোৎসবে থাকবে ২০০ টাকা প্রবেশ মূল্য। দুদিনের এই জাটিঙ্গা উৎসবে থাকবে বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর হাতে তৈরি কাপড় ও বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী। তাছাড়া বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর পরম্পরাগত খাবারের স্টলও। এবারের জাটিঙ্গা উৎসবে ইন্ডিয়ান আইডল বিজয়ী পবনদীপ রাজন, অরুণিতা কাঞ্জিলাল, ডিজে সোনাল নালয়েক ব্যান্ড ও প্রিয়াঙ্কা সংগীত পরিবেশন করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।