ত্রিপুরার ফুটবলাররা এখন কোলাপুরে লক্ষ্য সন্তোষে ভালো খেলা :‌ কোচ প্রধান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর।। মহারাষ্ট্রে গেলো ত্রিপুরা দল। ভালো খেলার প্রতিশ্রুতি দিয়ে।  মহারাষ্ট্রের কোলাপুরে অনুষ্ঠিত হবে ৭৭ তম সন্তোষ ট্রফি ফুটবলে অংশ নিতে। বুধবার দুপুরের বিমানে কলকাতা হয়ে মহারাষ্ট্রে গেলেন বিকন চাকমা-‌রা। ১৩ অক্টোবর অন্ধ্রপ্রদেশ, ১৫ অক্টোবর আন্দামান-নিকোবর, ১৭ অক্টোবর তেলেঙ্গানা, ২০ অক্টোবর মহারাষ্ট্র এবং ২২ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচে ত্রিপুরা খেলবে লাক্ষাদ্বীপের বিরুদ্ধে। এদিন রাজ্য ছাড়ার আগে ত্রিপুরা দলের ফুটবলারদের যথেষ্ট আত্মবিশ্বাসী লক্ষ্য করা গেছে। ভালো খেলে রাজ্যে ফেরার জন্য প্রতিটি ফুটবলারই প্রতিজ্ঞাবদ্ধ। কোচ দীনেশ কুমার প্রধান বিশ্বাস করেন,”ছেলেরা যদি নিজেদের স্বভাবসিদ্ধ খেলাটা খেলতে পারে তাহলে আমরা সাফল্য পাবোই”। গোটা আসরকে নয়, নিজেদের প্রথম ম্যাচকেই বড় করে দেখছেন ত্রিপুরার কোচ। তিনি বলেন,”অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে সাফল্য পেলেই ফুটবলারদের মনোবল বেড়ে যাবে। যা পরের ম্যাচগুলোতে আরও ভালো খেলতে সাহায্য করবে। তাই প্রথম ম্যাচ নিয়েই আমাদের ভাবনা”।‌ ‌ত্রিপুরা দলটি: জয় কিষান ঘাষি, অলক জমাতিয়া, রাজ চন্দ্র জমাতিয়া, বিশাল জমাতিয়া, চুকথার জমাতিয়া, রজনীকান্ত ত্রিপুরা, বিকন চাকমা, হাইয়ুং জমাতিয়া, লাল ভেংগা ডার্লং, সঞ্জীব শীল, লাইসরাম সুরজ মাইতি, এথেঙ্গবাম সুরজ সিং, মনীশ দেববর্মা, মইনুদ্দিন, পহর দেববর্মা, সমরজিৎ দেববর্মা, ইমরান হোসেন, ভক্তিপদ জমাতিয়া, বিলাস দেববর্মা, আজমল রিয়াজ, বীরু দেববর্মা, রাজিব সিংহ। অফিসিয়াল: হেড কোচ দীনেশ কুমার প্রধান, সহ কারি কোচ আবু তাহের, গোলকিপার কোচ ইন্দ্রনীল ঘোষ, ম্যানেজার আবু তাহের মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *