কলকাতা, ১১ অক্টোবর (হি. স.) : ১০০ দিনের কাজে ‘বকেয়া অর্থ’ প্রধান নিয়ে কেন্দ্র-রাজ্য তর্কবিতর্ক চলছে যার জের গড়িয়েছে আদালত পর্যন্ত। রাজ্য আপাতদৃষ্টিতে হিসেব দাখিল না করার প্রসঙ্গটি অস্বীকার করলেও চেপে ধরলে স্বীকার করছে। বুধবার এ নিয়ে এক্স হ্যাণ্ডেলে মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
তিনি লিখেছেন, “যখনই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের অর্থপ্রদানের বিষয়ে প্রশ্ন তোলা হয় একটি “ছোট ঘটনা”, “অননুমোদিত অর্থপ্রদান”, “অতিরিক্ত অর্থপ্রদান”,… এগুলি এমন শর্ত যা প্রতিবারই উঠে আসে। তবুও, তৃণমূল পর্যাপ্ত এবং যথাযথ ব্যয়ের প্রতিবেদন সরবরাহ না করে তহবিল পেতে কেন্দ্রের বিরুদ্ধে কঠোর।“ এই মন্তব্যের সঙ্গে তৃণমূলের প্রাসঙ্গিক উক্তির কিছু প্রমাণ যুক্ত করে দিয়েছেন সুকান্তবাবু।
এদিকে, এই বিষয়ে মামলায় তাদের বক্তব্য জানাতে সময় চায় কেন্দ্র। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) অশোককুমার চক্রবর্তী হাইকোর্টে সওয়াল করে জানিয়েছেন, “কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের তদন্তের বিস্তারিত রিপোর্ট বলছে, ১০০ দিনের কাজ নিয়ে ব্যাপক অনিয়ম করা হয়েছে। এই প্রকল্পে ৫৪ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। কিন্তু কোনও অডিট রিপোর্ট দেওয়া হয়নি।” আগামী সোমবারই মামলার পরবর্তী শুনানি। ওই দিন কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রককে হলফনামা দিতে হবে। তারা জানাবে, রাজ্য যে দ্বিতীয় ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ পাঠিয়েছিল তা নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

