রাজ্যের গ্রাম ও শহরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজা সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে : মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১১ অক্টোবর: রাজ্যের গ্রাম ও শহরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজা সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। আজ ময়লনগর গ্রাম পঞ্চায়েতের নাগিছড়ায় মৎস্য পরিবহণ ইয়ার্ডের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা ।

তাঁর কথায়, মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধান করাই হচ্ছে সরকারের অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রীর মার্গদর্শনে রাজ্যে বর্তমানে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। নাগিছড়ার মংস্য পরিবহণ ইয়ার্ড স্থাপন সেই উন্নয়নেরই একটি মাইল ফলক। আগামী দিনে এটিকে কেন্দ্র করেই নাগিছড়া অঞ্চলের উন্নয়নের ধারা আরও গতি পাবে।

  মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের গ্রাম ও শহরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজা সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। এক্ষেত্রে রাজ্যের বনাঞ্চলকে সুরক্ষিত রেখেই উন্নয়নের রূপরেখা তৈরী করা হচ্ছে। রাজ্যের জনগণও সেই উন্নয়নের সুফল ভোগ করতে পারছেন।

 রাজ্যে প্রতিদিন বড় গাড়ী করে ১০০ টনেরও বেশী মাছ বহিরাজ্য থেকে আসে। সেগুলি আগরতলা শহরের বাজারগুলোতে আনলোডিং করা হয়। এরফলে শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়ে জনগণের দুর্ভোগ সৃষ্টি করে। জনগণের এই সমস্যার সমাধানের লক্ষ্যেই রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে বলে দাবি করেন তিনি। এই মৎস্য পরিবহণ ইয়ার্ডে ক্যান্টিন, পানীয় জল, বিদ্যুৎ সহ নানাবিধ সুযোগ সুবিধা রয়েছে। ফলে মাছ ব্যবসায়ী সহ স্থানীয় জনগণও উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করেন।

এদিন তিনি আরও মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হল শান্তি বজায় রাখা। এই ফিস ট্রানশিপমেন্ট ইয়ার্ডের পাশে স্থানীয় উদ্যোগীরা কোল্ড স্টোরেজ স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে।