টানা দুবার দ্বিমুকুট বিজয় রাখাল শীল্ডের পর সিনিয়র লীগেও অপরাজেয় চ্যাম্পিয়ন এগিয়ে চলো সংঘ

এগিয়ে চলো সংঘ: ২

ফরোয়ার্ড ক্লাব: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর।। রাখাল শীল্ডের পর সিনিয়র ডিভিশন লিগেও অপরাজেয় চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে এগিয়ে চলো সংঘ। টানা দুবার দ্বিমুকুট বিজয়ের সম্মানও এগিয়ে চলো-র ঘরেই। প্রথমার্ধে ধরে রাখা, দ্বিতীয়ার্ধে সুযোগ বুঝে গোল। দারুন এবং বুদ্ধিদীপ্ত স্ট্র্যাটেজিতে কুপোকাৎ ফরোয়ার্ড। শুরু থেকেই মনোবল তুঙ্গে ছিল এগিয়ে চলো-র। কেননা, ড্র করতে পারলেই চ্যাম্পিয়ন নিশ্চিত। আর এই চ্যাম্পিয়ন বয়ে আনবে টানা দুবারের দ্বিমুকুট বিজয়ের গৌরবান্বিত সম্মান। ৭ দশকেরও বেশি সময়ের মধ্যে ২০২২-২৩ মরশুমে প্রথমবারের মতো দ্বিমুকুট বিজয়ে এগিয়ে চলো সংঘে যে পরিমাণ উচ্ছ্বাস চোখে পড়েছিল, নিশ্চয়ই আজ, টানা দুইবার দ্বিমুকুট বিজয়ের  সুবাদে খুশীর জোয়ার আরও কয়েকগুণ বেড়ে যাবে সংঘের সদস্য-সদস্যাদের মধ্যে। মাঠে ঠিক সময়ে বুদ্ধিদীপ্ত লড়াইয়ের মাঝে দক্ষতার নিখুঁত মিশ্রণেই এগিয়ে চলো সংঘের মুকুটে রঙিন পালকের সংযোজন ঘটেছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ঐতিহ্যবাহী রাখাল মেমোরিয়াল শীল্ড ফুটবলে চ্যাম্পিয়ন ট্রফি বিজয়ের পর আজ, বুধবার টেকনো ইন্ডিয়া গ্রুপ চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন ট্রফিও এগিয়ে চলো সংঘের ঘরে। সুপার লিগের অন্তিম ম্যাচ তথা কার্যত ফাইনালে এগিয়ে চলো সংঘ দুই-শূন্য গোলের ব্যবধানে ফরোয়ার্ড ক্লাবকে পরাজিত করেছে। আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই স্ট্রাইকার সরুখাইবাম মেইতির গোলে এগিয়ে চলো সংঘ এক-শূন্য তে লিড নেয়। খেলোয়াড়রা পুনরায় স্ট্র্যাটেজি পাল্টে রক্ষণভাগকে আরও শক্ত করে তোলে। মাঝেমধ্যে সুযোগ বুঝে আক্রমণাত্মক খেলতেও ভুল করেনি এগিয়ে চলো-র উইঙ্গাররা। আধ ঘন্টা বাদে ঠিক একই রকম সুযোগ বুঝে সুযোগ সন্ধানী স্ট্রাইকার মালসোয়াম দুঙ্গা আরও একটি গোল করে ব্যবধান ২-০ করে নেয়। পরবর্তী সময়ে কিছুটা ধরে খেলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে নেয়। পক্ষান্তরে ফরোয়ার্ডের আক্রমণভাগে গোল করার মধ্য দিয়ে ফিনিশিং দেওয়ার মতো উপযুক্ত স্ট্রাইকারের কিছুটা অভাব মনে হয়েছে। ভাইটাল ম্যাচ, কার্যত ফাইনালের রূপ পাওয়া অন্তিম ম্যাচে রেফারি দুই অর্ধের খেলায় দু দলের পাঁচজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিশ্বজিৎ দাস, পল্লব চক্রবর্তী, অভিজিৎ দাস ও বিপ্লব সিংহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *