কলকাতা, ১১ অক্টোবর (হি.স.) : কামদুনি-রায়ের পর কার্যতই উত্তাল রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই নির্যাতিতার পরিবার এই রায়ে ‘সন্তুষ্ট’ নয় বলে জানিয়েছেন।
ইতিমধ্যে বুধবার ‘সুপ্রিম-নির্দেশ’-র লক্ষ্যে দেশের রাজধানীতে পৌঁছে গিয়েছেন কামদুনির প্রতিবাদীরা। আর একই দিনে কামদুনিকাণ্ডে পুলিশ ও রাজ্য সরকারের ভূমিকা তুলে শহরে মিছিল স্লোগান নিয়ে শহরের রাজপথে কংগ্রেস।
কামদুনিকাণ্ডে ফাঁসি রদ, প্রতিবাদে পথে কংগ্রেস। সুবোধ স্কোয়ার থেকে মিছিল। কামদুনিকাণ্ডে পুলিশ ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে স্লোগান কংগ্রেসের।পাশাপাশি বিচারের দাবিতে এবার দিল্লি পৌঁছলেন কামদুনির প্রতিবাদীরা।
এদিকে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন কামদুনিকাণ্ডের প্রতিবাদীরা। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে কামদুনি। রাজ্যের গাফিলতিতেই গণধর্ষণ-খুনের মামলায় সাজাপ্রাপ্তরা মুক্তি পেয়েছে, অভিযোগ প্রতিবাদীদের।