আগরতলা, ১১ অক্টোবর : বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে রাজধানী আগরতলা সহ রাজ্যের সর্বত্র বিদ্যুৎ নিগম অফিসে ডেপুটেশন প্রদান করেছে কংগ্রেস। আজ আগরতলা শহরের বনমালীপুরে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে । কংগ্রেস ভবন থেকে মিছিলটি শুরু হয়ে বনমালীপুর বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ের সামনে এসে সমবেত হয়েছে। পরবর্তী সময়ে এক প্রতিনিধি দল বিদ্যুৎ নিগমের জেনারেল ম্যানেজারের সনিকট ডেপুটেশন তুলে দিয়েছে। বর্ধিত বিদ্যুৎ মাশুন প্রত্যাহার করে না নিলে তারা আরো বৃহতর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে হঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
সারা রাজ্যের সাথে বুধবার কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়েছে । উত্তর জেলা সদর ধর্মনগরে উত্তর জেলা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে উত্তর জেলা বিদ্যুৎ দপ্তরের ডেপুটি ম্যানেজার গোপেশ ঘোষের নিকট ডেপুটেশন দেওয়া হয়েছে। এই ডেপুটেশনে নেতৃত্ব দিয়েছেন উত্তর জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি আইনজীবী অজিত দাস, সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা ইন্দ্রজিত পাল।
রাজ্যে যেভাবে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে এই ডেপু টেশন দেওয়া হয়েছে । দপ্তর থেকে বিদ্যুৎ মাশুল বাড়ানোর কারণ বলা হয়েছে গ্যাসের দাম বৃদ্ধির ফলে বিদ্যুৎমাসল বাড়াতে সরকার বাধ্য হয়েছে। কিন্তু বাংলাদেশ যে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে তাতে হিসাবে যথেষ্ট গরমিল রয়েছে বলে কংগ্রেস নেতারা দাবি করেন। তাছাড়া বিদ্যুৎ চুরি এখনো রাজ্য সরকার সম্পূর্ণরূপে বন্ধ করতে পারেনি। সঠিক বিদ্যুৎ সরবরাহ করে মাসুল বাড়ানো যায়। কিন্তু যেখানে এত গরমিল রয়েছে সেখানে রাজ্য সরকার কোনোভাবেই হঠাৎ করে বিদ্যুৎ মাশুল বাড়াতে পারে না। এর প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলন গড়ে তুলবে জাতীয় কংগ্রেস।

