নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ অক্টোবর : ত্রিপুরার লোক সংস্কৃতি সংসদ আয়োজিত অনূর্ধ্ব ১৪ বছরের ছেলে মেয়েদের লোক সঙ্গীত প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ড তেলিয়ামুড়া কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে।
ধর্মনগর, কমলপুর, কুমারঘাট এবং তেলিয়ামুড়ার ২৮ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন গৌর দাস, তমা আচার্য্য এবং নীলিমা ঘোষ। এ প্রতিযোগিতা অংশগ্রহণকারী আঠারো জনের মধ্যে সাতজনকে পরবর্তী রাউন্ডে নিয়ে যাওয়া হবে। তৃতীয় রাউন্ডে ত্রিপুরার বিভিন্ন এলাকা থেকে সফল প্রতিযোগীরা অংশগ্রহণ করবে। ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৯ এবং ৩০ শে নভেম্বর আগরতলা টাউন হলে বলে জানান ত্রিপুরা লোকসংস্কৃতি সংসদের সভাপতি অরুন নাথ।
2023-10-09