গোয়ালপাড়া (অসম), ৯ অক্টোবর (হি.স.) : গোয়ালপাড়া জেলার পৃথক দুই স্থানে বুনো হাতির হামলায় একজনের মৃত্যুর পাশাপাশি আরেকজন আহত হয়েছেন। নিহতকে জেলার আগিয়া থানার অন্তৰ্গত ভিমাজুলি হাওয়ারভাঙা গ্রামের মিঠুন সাংমা ওরফে লুকেশ (৩০) বলে পরিচয় পাওয়া গেছে। অন্যদিকে পৃথক এক ঘটনায় সুশীল রাভা নামের ব্যক্তি আহত হয়েছেন।
জানা গেছে, রবিবার রাতে ভিমাজুলি হাওয়ারভাঙা গ্রামে এক দল বুনো হাতি হানা দিয়ে ব্যাপক উপদ্রব সৃষ্টি করেছিল। রাত প্রায় সাড়ে দশটা নাগাদ অতীষ্ঠ গ্রামের মানুষ একত্রিত হয়ে আগুনের মশাল, টিন ইত্যাদি নিয়ে হাতির পালকে তাড়ানো চেষ্টা করছিলেন। তখন পালের একটি হাতি তেড়ে এসে মিঠুন সাংমাকে তার শুঁড় দিয়ে প্যাঁচিয়ে আছড়ে মারে। ফলে যা হওয়ার, ঘটনাস্থলেই মৃত্যু হয় মিঠুনের।
ঘটনার খবর শুনে রাতেই আগিয়া থানার ওসি সুজিত সিনহা অন্য পুলিশ কর্মীদের নিয়ে অকুস্থলে ছুটে যান। তাঁরা মিঠুনের মৃতদেহ উদ্ধার করে গোয়ালপাড়া সিভিল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন।
এদিকে একই রাতে কৃষ্ণাই থানার অন্তৰ্গত খারডাঙরে বুনো হাতির আক্ৰমণে সুশীল রাভা নামের ব্যক্তি আহত হয়েছেন। প্রাপ্ত খবরে প্রকাশ, বুনো হাতির এক দল গত কয়েকদিন ধরে মরনৈ, রাজাপাড়া, দহিকতা, কৃষ্ণাই অঞ্চলের বিভিন্ন স্থানে উপদ্রব সৃষ্টি করেছিল। এরা দিবালোক পার্শ্ববর্তী জঙ্গলে অবস্থান করলেও রাতের দিকে জনপদে নেমে এসে তাণ্ডব সৃষ্টি করে মানুষে ঘরদুয়ার ভেঙে ধান-চাল খেয়ে সাবাড় করে চলে যায়।
গতকাল রাতেও হাতির দলটি খারডাঙর গ্রামে হানা দিয়ে সুশীল রাভাদের ঘর তছনছ করে দিয়েছে। হাতির হামলায় আহত হয়েছেন সুশীল।

