রাজভবনের সামনে ধর্না নিয়ে নতুন দাবি শুভেন্দুর

কলকাতা, ৯ অক্টোবর (হি.স.) : সোমবার দুপুরেও রাজভবনের সামনে ধর্নায় অনড় অভিষেক। এমনই এক পরিস্থিতিতে রাজভবনের সামনে ধর্না নিয়ে নতুন দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তবে এবার শাসকদলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেই এই পোস্ট বিরোধী দলনেতার?

সামনে লোকসভা ভোট। একদিকে দিল্লি চলো অভিযান চালিয়েছে তৃণমূল। অপরদিকে রাজ্য জুড়ে শাসকদলের ওজনদারদের বাড়িতে অভিযান চালাচ্ছে সিবিআই। মূলত সদ্য কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি অভিযান করে এসেছেন অভিষেকরা। যা ঘিরে রীতিমত তুলকালাম হয়েছে। কৃষিভবন থেকে তাঁদের তুলে নিয়ে গিয়ে আটক পর্যন্ত করা হয়েছিল।

এদিকে রাজ্যের বিমানবন্দরে পৌঁছেই অভিষেক বলেছিলেন, ‘এটা তো ট্রেলর, সিনেমা দেখা এখনও বাকি।’ এদিকে রাজপাল দেখা না করা অবধি ধর্না চালিয়ে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন তিনি। যদিও কলকাতায় ফিরেই আজ বিকেল চারটেয় তৃণমূল কংগ্রেসকে সাক্ষাতের জন্য সময় দিয়েছেন রাজ্যপাল। ঠিক এমনই একটা টানটান লড়াইয়ে ময়দানে এক্স হ্যাণ্ডেলে পোস্ট বিরোধী দলনেতার।

‘২০১৭-র গ্রুপ ডি চাকরিপ্রার্থীরাও রাজভবনের সামনে ধর্নায় বসতে চান। রাজভবনের দক্ষিণ গেটের বাইরে ধর্নায় বসতে চান তাঁরা’। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারকে চিঠি দিয়েছেন তাঁরা, এক্স হ্যান্ডলে পোস্ট শুভেন্দুর। সঙ্গে চিঠিটিও পুক্ত কড়ে দিয়েছেন।