জুয়া বিরোধী অভিযানে নেমে আক্রমণের শিকার পুলিশ, আটক ৫ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৯ অক্টোবর : জুয়া খেলার অভিযোগে ও পুলিশের উপর আক্রমনের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করলো বাইখোড়া থানার পুলিশ।

জুয়া বিরোধী অভিযানে ও নেশাবিরোধী অভিযানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাইখোড়া থানার পুলিশ। রবিবার রাতে বাইখোড়া থানার নিকট খবর আসে বাইখোড়া থানার অধীনে পূর্ব পিলাক এলাকায় জুয়ার আসর নিয়ে বসেছে কিছু সংখ্যক লোকজনেরা।  এইখবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাইখোড়া থানার এ এস আই চন্দ্রকেতু , এস আই শিবশঙ্কর সাহা ও ওসি বিষ্ণুচন্দ্র দাস। উনারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জুয়া খেলার সামগ্রী উদ্ধার করলে এলাকার কিছু সংখ্যক লোকজন অতর্কিত পুলিশের উপর আক্রমন করে জুয়ার খেলার সামগ্রী ছিনিয়ে নিয়ে যায়।  এই আক্রমনে এস এস আই চন্দ্রকেতু ও এস আই শিবশঙ্কর সাহা কিছুটা আহত হয়।  পরবর্তী সময় বিপুল পরিমানে টি এস আর ও পুলিশ কর্মীদের নিয়ে ওসির নেতৃত্বে আক্রমনকারীদের মধ্যে ৫ জনকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়।  বাকিদের চিহ্নিত করতে মাঠে নেমেছেন বাইখোড়া থানার পুলিশ।  অবশেষে অভিযুক্ত ৫ জনকে সোমবার বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেরন করলো বাইখোড়া থানার পুলিশ।  বাইখোড়া থানার এই অভিযানের কথা সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন ওসি বিষ্ণু চন্দ্র দাস।  ওসি জানান উনাদের এইধরনের অভিযান আগামীদিনেও জারী থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *