আগরতলা, ৯ অক্টোবর : বাজারগুলিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সমবায়ের একটা বিরাট ভূমিকা রয়েছে। বাজারগুলি সঠিকভাবে পরিচালনার মূল চাবিকাঠি হচ্ছে সমবায় রাজ্যের বর্তমান সরকার তাই সমবায়কে শক্তিশালী করতে গুরুত্ব দিয়েছে। আজ মোহনপুর প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ২০২২-২৩ বর্ষের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। তিনি বলেন, সমবায়ের মাধ্যমে নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হয়। তাই সমবায়ের সঙ্গে যত বেশি মানুষকে যুক্ত করা যাবে সমাজ তত উপকৃত হবে। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কাজে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান
মোহনপুর প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের অফিস প্রাঙ্গণে আয়োজিত সভার উদ্বোধন করে সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, বর্তমান সরকার জনকল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সমবায়ের মাধ্যমে রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের মানুষকে বিভিন্ন ক্ষেত্রে আত্মনির্ভর করার জন্য রাজ্যের বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছে তাতে সমবায়ের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিগত সরকারের সময় এই বিষয়টি উপেক্ষিত ছিল।
সভায় স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সদস্য শ্যামল দেবনাথ। সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান নিতাই দেব। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারপার্সন শংকর দেব, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীণা দেববর্মা, ভাইস চেয়ারম্যান রাকেশ দেব প্রমুখ। অনুষ্ঠানের শেষে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ মোহনপুর প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড দ্বারা পরিচালিত কাগজের থালা প্রস্তুতকারি কারখানার উদ্বোধন করেন।