মহালয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে হবে ধর্মনগর, প্রস্তুতি খতিয়ে দেখলেন স্থানীয় বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ অক্টোবর : মহালয়ার দিন অর্থাৎ ১৪ অক্টোবর ভোর থেকে শুরু হতে চলেছে ধর্মনগরে সমস্ত সাংস্কৃতিক স্কুলগুলি এবং সংস্কৃতি প্রিয় মানুষদেরকে নিয়ে সাড়া জাগানো সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ধর্মনগরের টাউন কালী বাড়ি রোডে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মঞ্চ বানানো সহ বিভিন্ন ধরনের অংকন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই।  এই অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখছেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার। তাছাড়া ও উপস্থিত ছিলেন পুরো পরিষদের দুই ইঞ্জিনিয়ার দীপঙ্কর গুপ্ত এবং মন্টু রায়। কোথায় মঞ্চ বানানো হচ্ছে কত মানুষ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করছে তাদেরকে কেমন করে সুসজ্জিত করে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে তা নিয়ে পুর পরিষদের কর্মকর্তাদের সাথে দীর্ঘ আলোচনা সম্পন্ন হয়। এই অনুষ্ঠানকে ঐতিহাসিক রূপ দিতে অধ্যক্ষ স্বয়ং পুর পরিষদের সহায়তা নিয়ে কাজ পর্যবেক্ষণ করছেন এবং বাঙালির শ্রেষ্ঠ অনুষ্ঠান দুর্গাপূজার প্রাক মুহূর্তে মানুষকে আগমনীর বার্তা পৌঁছে দিতে তৎপর হয়ে উঠেছেন। উল্লেখ্য গত বছর মহালয়ার দিন সাংস্কৃতিক দলগুলিকে নিয়ে প্রভাত ফেরি করে ধর্মনগর বাসীকে আগমনীর বার্তা পৌঁছে দিয়েছিলেন। এবার কিছুটা অন্য স্বাদে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ধর্মনগরবাসীর কাছে আগমনীর বার্তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *