বিভিন্ন দাবির ভিত্তিতে হাফলঙে অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের বিক্ষোভ প্রদর্শন

হাফলং (অসম), ৯ অক্টোবর (হি.স.) : ডিমা হাসাও জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সোমবার হাফলং জেলা কমিশনার কার্যালয়ের সামনে উত্তাল বিক্ষোভ প্রদর্শন করেছেন। সমগ্র রাজ্য জুড়ে গত ৩ অক্টোবর থেকে অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকারা তাঁদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি ঘোষণা করে প্রতিবাদী কর্মসূচি পালন করছেন।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের দীর্ঘদিনের যে দাবি তা অবিলম্বে পূরণ না হলে তাদের প্রতিবাদী কর্মসূচি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। ওই সময় তাঁরা কোনও কাজ করবেন না বলে সোমবার বিক্ষোভ কর্মসূচিতে শামিল অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকারা জানিয়ে দিয়েছেন।

তাঁদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কোনও কার্যলায় নেই। অনেক সময় তাঁদের খোলা আকাশের নীচে বা গাছের নীচে বসে কাজ করতে হয়। তার পরও তাঁরা তাঁদের নায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের আরও অভিযোগ, অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের জন্য সরকারের পক্ষ থেকে মোবাইল ফোন দেওয়া হয়েছে, এ সব মোবাইল ফোন একেবারেই ভালো নয়। তাই তাঁদের কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে। এমন-কি, তাঁদের কাজের জন্য মাসিক যে সাম্মানিক প্রদান করা হয় তা অতি ন্যূনতম। তাই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মাসিক সাম্মানিক যথাক্রমে ১২ হাজার ও ১০ হাজার টাকা করে প্রদান করতে হবে।

এদিকে সোমবার প্রতিবাদে শামিল অঙ্গনওয়াড়ি কর্মীরা জানিয়েছেন, আগামী ১২ অক্টোবরের মধ্যে সরকারকে তাঁদের পারিতোষিক বাবদ ৪ লক্ষ টাকা, সহায়িকাদের পারিতোষিক বাবদ ৩ লক্ষ টাকা এবং মিনি সহায়িকাদের জন্য পারিতোষিক ২ লক্ষ টাকা মিটিয়ে দিতে হবে, না-হলে এই আন্দোলন অব্যাহত থাকবে।

তাছাড়া ডিমা হাসাও জেলার অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক সাম্মানিকের টাকা নিয়মিত প্রদানের পাশাপাশি তাঁদের এরিয়ার বাবদ বকেয়া নিয়মিত প্রদান করতে হবে। এছাড়া চাকরির সময়সীমা বৃদ্ধি করতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য নতুন কার্যালয় ভবন, ভালো মোবাইল ফোন সহ শিক্ষাগত যোগ্যতা অনুসারে অঙ্গনওয়াড়ি কর্মীদের সুপারভাইজার পদে পদোন্নতী দিতে হবে বলে দাবি অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের।