পুর নিয়োগ মামলায় বিজেপি বিধায়কের বাড়িতে সিবিআই, পার্থসারথির বাসভবনে চলছে তল্লাশি

রানাঘাট, ৯ অক্টোবর (হি.স.): পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে এ বার এক বিজেপি বিধায়কের নাম জড়াল। সোমবার সকালে রানাঘাটের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিলেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন পার্থসারথি। যদিও কী কারণে তাঁর নাম পুর-নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়েছে, তা এখনও সরকারি ভাবে জানায়নি সিবিআই। সোমবার সকালেই বিজেপি বিধায়কের রানাঘাটের বাড়িতে পৌঁছে গিয়েছে সিবিআই-এর টিম। রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়কের বাড়িতে চলছে তল্লাশি অভিযান। রানাঘাট, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবারের ৬টি জায়গায় চলছে তল্লাশি অভিযান। ডায়মন্ড হারবার পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন মীরা হালদারের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সরকারের বাড়িতেও চলছে সিবিআই তল্লাশি।