ডায়মন্ড হারবার পুরসভার প্রাক্তন চেয়ারপার্সনের বাড়িতে হানা সিবিআইয়ের

দক্ষিণ ২৪ পরগনা, ৯ অক্টোবর (হি.স.) : রানাঘাট এবং ডায়মন্ড হারবারের পর এবার উলুবেড়িয়ায় পৌঁছল সিবিআই। ঠিক সকাল ১০টায় উলুবেড়িয়ার প্রাক্তন পুরপ্রধানের বাড়ির সামনে হাজির হয় সিবিআইয়ের গাড়ি। তার পর পাঁচ জন সিবিআই কর্তা ঢোকেন বাড়ির ভিতরে।

সোমবার সকাল থেকেই আবার একের পর এক সিবিআই অভিযানের খবর আসতে শুরু করেছে বিভিন্ন জেলা থেকে। সকালেই রানাঘাটের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিল সিবিআই। এই প্রথম পুরনিয়োগ মামলায় কোনও বিজেপি বিধায়কের বাড়িতে সিবিআই অভিযান হল।

এর পরে সিবিআই পৌঁছয় তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে। সেখানকার প্রাক্তন পুর প্রধান মীরা হালদারের বাড়িতে তল্লাশি শুরু করেন সিবিআই কর্তারা। দু’টি জায়গাতেই যখন তল্লাশি পুরোদমে চলছে, তখন খবর আসে হাওড়ার উলুবেড়িয়াতেও পৌঁছেছে সিবিআই। সেখানকার প্রাক্তন পুরপ্রধান অর্জুন সরকারের বাড়িতেও শুরু হয়েছে সিবিআই তল্লাশি।

উলুবেড়িয়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে ফুলেশ্বরের কুসবেরিয়ায় অর্জুনের বাড়ি।সোমবার সকালে সেখানেই পৌঁছন সিবিআই এর পাঁচঅফিসার আসেন। সঙ্গে ছিল সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীও। তারা অর্জুনের বাড়িটি বাইরে থেকে ঘিরে রাখে।