নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): এশিয়ান গেমসে ভারতীয় খেলোয়াড়রা ১০০টি পদক লাভের মাইলফলক স্পর্শ করায় আনন্দ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এশিয়ান গেমসে ভারতীয় খেলোয়াড়দের এই অভূতপূর্ব সাফল্যের জন্য মঙ্গলবার, ১০ অক্টোবর বিকাল ৪.৩০ মিনিটে দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে ক্রীড়াবিদদের সঙ্গে এক বিশেষ আলাপচারিতায় মিলিত হবেন প্রধানমন্ত্রী।
সমাজমাধ্যমে পোস্ট করা এক বার্তায় শ্রী মোদী জানান, “এশিয়ান গেমসে এবার ভারতের এই সাফল্য অভূতপূর্ব! আমরা ১০০টি পদক জয়ের মাইলফলক স্পর্শ করতে পেরেছি। এই ঘটনায় ভারতবাসী আজ গর্বিত। আমাদের এই সব অ্যাথলিটদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। তাঁদের আন্তরিক প্রচেষ্টা ভারতকে এই ঐতিহাসিক মাইলফলকে পৌঁছে দিয়েছে। তাই আগামীকাল ১০ অক্টোবর সফল প্রতিযোগীদের আহ্বান করে তাঁদের সঙ্গে আমি এক আলাপচারিতায় মিলিত হব।”