কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): ভোর ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত আমি আছি। রাজভবনের দরজা সবার জন্য খোলা। কলকাতায় ফিরে বললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ।
প্রসঙ্গত, ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের বকেয়া টাকা আদায়ের দাবিতে রাজভবনের সামনে ধর্নায় বসেছে তৃণমূল কংগ্রেস। এই ধর্না মঞ্চ থেকে তৃণমূলের সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যতক্ষন পর্যন্ত রাজ্যপালের সঙ্গে তাঁদের সাক্ষাৎ হবে না ততদিন পর্যন্ত রাজভবনের সামনে ধর্না চালিয়ে যাবেন । রাজ্যপালের কাছেই তুলে দেবেন ১০০ দিনের কাজ করে টাকা না পাওয়া শ্রমিকদের ৫০ লক্ষ চিঠি।
দার্জিলিং সফর শেষ করে রবিবারই কলকাতায় ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার রাত ৮টা নাগাদ উত্তরবঙ্গ থেকে দমদম বিমানবন্দরে নেমে রাজ্যপাল অবশ্য খোলাখুলি আমন্ত্রণই জানালেন। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ”রাজভবনের দরজা সবার জন্য খোলা। ভোর ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত আমি আছি। যে কেউ চাইলে এসে দেখা করতে পারেন।” তবে কি আজই দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে? এই প্রশ্নের জবাবে সি ভি আনন্দ বোস সাফ জানালেন, তাঁর সঙ্গে দেখা করার জন্য কেউ আগাম সময় চাননি।

