নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): ভারতীয় বায়ুসেনার ৯১-তম প্রতিষ্ঠা দিবসে ”সাহসী বাহিনী”-কে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “ভারতীয় বায়ুসেনার বীরত্ব, অঙ্গীকার ও উৎসর্গের জন্য ভারত গর্বিত।” রবিবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, বায়ুসেনা দিবসে আমাদের বিমান যোদ্ধা ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানাই।
প্রতিবছর ৮ অক্টোবর দিনটি বায়ুসেনা দিবস হিসেবে পালিত হয়। ভারতীয় বায়ুসেনা বিশ্বের চতুর্থ বৃহত্তম অপারেশনাল বিমান বাহিনী। রবিবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বায়ুসেনা দিবসে আমাদের সাহসী বিমান যোদ্ধা এবং তাঁদের পরিবারকে আমার শুভেচ্ছা। ভারতীয় বায়ুসেনার বীরত্ব, অঙ্গীকার এবং উৎসর্গের জন্য ভারত গর্বিত। তাঁদের মহান সেবা এবং আত্মত্যাগ নিশ্চিত করে যে আমাদের আকাশ নিরাপদ রয়েছে।”