নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর : শিক্ষা প্রতিষ্ঠানগুলি হচ্ছে একটি পবিত্র স্থান। এখানে ছেলেমেয়েদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার শিক্ষা দেওয়া হয়। তাই শিক্ষা প্রতিষ্ঠানে উশৃঙ্খলতা রাজ্য সরকার বরদাস্ত করবে না। এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদেরও গুরু দায়িত্ব পালন করতে হবে। আজ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে মহারাজা বীর বিক্রম অডিটরিয়ামে ত্রিপুরা রাজ্য মহাবিদ্যালয় শৈক্ষিক সংঘের বার্ষিক সাধারণসভার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুদৃঢ় প্রচেষ্টার ফলে শিক্ষাক্ষেত্র সহ প্রতিটি ক্ষেত্রেই দেশ আজ এগিয়ে চলছে। সম্প্রতি ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী ভারতকে বিশ্বগুরু বানানোর কথা দৃঢ়ভাবে ব্যক্ত করেছিলেন। এজন্য গুণগত শিক্ষার সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় সরকারের দিশায় রাজ্য সরকারও গুণগত শিক্ষার সম্প্রাসারণে গুরুত্ব দিয়ে কাজ করছে। কিন্তু একটা সময় রাজ্যে আন্দোলনের নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চরম নৈরাজ্য তৈরী করা হয়েছিল। বর্তমানে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেই সুস্থ পরিবেশ তৈরী হয়েছে। অনুষ্ঠানে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
ডঃ গঙ্গাপ্রসাদ প্রসেইন বলেন, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেমেয়েদের প্রকৃত জ্ঞানের শিক্ষা প্রদান করা শিক্ষক-শিক্ষিকাদের গুরু দায়িত্ব। শিক্ষা প্রদানের জন্যই শিক্ষক-শিক্ষিকাদের উৎসর্গিত হতে হবে।
তাছাড়াও এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্য মহাবিদ্যালয় শৈক্ষিক সংঘের সাধারণ সম্পাদক তীর্থরাম রিয়াং, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক সংঘের আয়োজক সম্পাদক মহেন্দ্র কাপুর প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্য মহাবিদ্যালয় শৈক্ষিক সংঘের সাধারণ সম্পাদক তীর্থরাম রিয়াং, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক সংঘের আয়োজক সম্পাদক মহেন্দ্র কাপুর প্রমুখ।

