ঝাড়খণ্ডের খুন্তির রাজা কুঞ্জলা গ্রামে দুর্গাপুজোর আয়োজন

খুন্তি, ৮ অক্টোবর (হি.স.) : ঝাড়খণ্ড রাজ্যের রাজা কুঞ্জলা গ্রামে এবছরও দুর্গা পুজোর আয়োজন করা হচ্ছে। ঝাড়খণ্ড রাজ্যের রাজা কুঞ্জলা গ্রামের মুরহু ব্লকে এবছর দুর্গা পুজো জাঁকজমকের সঙ্গে আয়োজন করা হবে। গ্রামের সকল পরিবার দুর্গা পুজোতে অংশগ্রহণের মাধ্যমে সহযোগিতা করবে।

রবিবার গ্রাম কমিটির সভাপতি কাশীনাথ মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কাশীনাথ মাহাতো বলেন, দুর্গাপূজা ১৫ অক্টোবর থেকে শুরু হবে এবং ২৪ অক্টোবর বিজয় দশমীতে সমাপ্ত হবে। তিনি আরও বলেন, একটি জাঁকজমকপূর্ণ ও শান্তিপূর্ণ পুজোর আয়োজন করা গ্রামের প্রতিটি মানুষের দায়িত্বের মধ্যে পড়ে। তিনি জানান, প্রতিবছর গ্রামের বহু শিশু, বৃদ্ধ ও মহিলা পুজোর দিনগুলিতে ব্রত পালন করে থাকেন। প্রতিটি বাড়িতে পুজোর জন্য ২৫০ টাকা করে চাঁদা নেওয়া হয় বলেও কাশীনাথ জানান। পাঁচ দিন ধরে পূজার স্থানে ছোট বড়রা মিলে তাদের শিল্প প্রদর্শন করে থাকে। এছাড়াও পুজোর কটাদিন অনেক সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *