নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.) : প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৯ থেকে ১২ অক্টোবর ইতালি ও ফ্রান্স সফর করবেন। প্রতিরক্ষা মন্ত্রীর দুই দেশ সফরের প্রথম ধাপে রোমে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রিসেত্তোর সঙ্গে দেখা করার কথা রয়েছে। রবিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি এই তথ্য জানিয়েছে। ২০২৩ সালের মার্চ মাসে ইতালির প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় ভারত ও ইতালির মধ্যেকার সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে রূপ নিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাজনাথ সিংয়ের সফরের দ্বিতীয় ও চূড়ান্ত পর্যায়ে তিনি প্যারিসে তাঁর ফরাসি সশস্ত্র বাহিনী মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর সঙ্গে পঞ্চমতম বার্ষিক প্রতিরক্ষা সংক্রান্ত বৈঠক করবেন। সম্প্রতি ভারত ও ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের ২৫ বছর উদযাপন করছে। দুই দেশের মধ্যে গভীর দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক বিদ্ধমান রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রোম এবং প্যারিসে শিল্প সহযোগিতার সম্ভাব্য সুযোগ নিয়ে আলোচনা করতে বৈঠক করবেন। সিইও ও প্রতিরক্ষা শিল্পের বর্ষীয়ান প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কর্মসূচি রয়েছে।