কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সাতসকালে অভিযান চালাল সিবিআই। রবিবার সকালে সিবিআই-এর একটি দল চেতলায় ফিরহাদের বাড়িতে পৌঁছন। সূত্রের খবর, বাড়ির ভিতর ঢুকে তল্লাশি চালাচ্ছেন তাঁরা। বাইরে দাঁড়িয়ে বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
এদিকে, ফিরহাদের বাড়ির সামনে জমায়েত করেছেন তাঁর অনুগামীরা। বাড়ির বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা। উঠছে কেন্দ্রীয় সরকার-বিরোধী স্লোগান। সূত্রের খবর, বাড়ির মধ্যেই রয়েছেন ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কয়েকজন বাড়িতে প্রবেশ করেছে বলে জানা যাচ্ছে। যদিও চেতলায় মেয়রের বাড়ির সামনে ঘিরে রয়েছে সুরক্ষাকর্মীরা। পাশাপাশি বিশাল কেন্দ্রীয় বাহিনীও রয়েছে বাড়ির বাইরে। এর মধ্যেই ফিরহাদ অনুগামীরা ভিড় জমিয়েছেন মেয়রের বাড়ির সামনে। সেখান থেকে স্লোগানও দিতে শুরু করেছে তাঁরা।

