সিকিমে নিখোঁজ অসমের সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধার, রবিবার বিকালে বাকসার স্বগৃহে আসবে মরদেহ

বাকসা (অসম), ৮ অক্টোবর (হি.স.) : সিকিমের প্রলয়ঙ্করী বন্যায় নিখোঁজ অসমের সেনা জওয়ান মিঠু কলিতার মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ রবিবার বিকালে বাকসা জেলার অন্তর্গত আনন্দবাজারের হাটখোলায় স্বগৃহে নিয়ে আসা হবে তাঁর মরদেহ।

নিউ জলপাইগুড়ির একটি হাসপাতালের মৰ্গে গতকাল তাঁর পরিবারের লোকজন মৃতদেহটি মিঠু কলিতার বলে মৃতদেহ শনাক্ত করেছেন৷ গত ৫ অক্টোবর সিকিমে প্রলয়ঙ্করী বন্যায় নিখোঁজ হয়েছিলেন সেনা জওয়ান মিঠু৷ গতকাল সিকিমের লিংহেমতার এলাকা থেকে মিঠুকে উদ্ধার করা হয়েছিল। আজ বিকালে আনন্দবাজারের বাসগৃহে নিয়ে আসা হবে কফিনবন্দি মিঠু কলিতার মৃতদেহ। এখানে সম্পূৰ্ণ সামরিক মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

এদিকে মিঠু কলিতার মৃত্যুতে তাঁর বাড়ি তো বটেই, গোটা হাটখোলায় শোকাকুল পরিবেশ বিরাজ করছে।

প্ৰসঙ্গত, ভারতীয় সেনাবাহিনীর জওয়ান মিঠু কলিতা আলিপুরদুয়ারে নিয়োজিত ছিলেন।। বিভাগীয় নিৰ্দেশে বন্যার্তদের ত্রাণ ও উদ্ধারে তিনি বন্যা কবলিত সিকিমে গিয়েছিলেন। কিন্তু সিকিমের দুৰ্যোগে প্ৰাণ হারাতে হয়েছে তাঁকে। প্ৰলয়ঙ্করী বন্যার পর থেকে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *