বাঁকুড়া, ৮ অক্টোবর (হি. স.) কামদুনি হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্তদের সাজা বহাল রাখার দাবিতে আজ বাঁকুড়া শহরের মাচানতলা মোড়ে বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় । মহিলা মোর্চার বাঁকুড়া জেলা সভানেত্রী ববিতা ব্যনার্জী, বিধায়ক নিলাদ্রী দানা বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
ববিতা ব্যনার্জী বলেন, কামদুনি হত্যাকাণ্ডে দোষীদের মৃত্যু দন্ডের আদেশ দেন বিচারপতি। কিন্তু সম্প্রতি ওই সাজাপ্রাপ্ত দের মৃত্যু দন্ডের সাজা মকুব করে কারাবাসের আদেশ দিয়েছেন উচ্চ আদালতের বিচারপতি। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস কামদুনির মত জঘন্য হত্যাকাণ্ডে জড়িতদের বাঁচানোর চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন এই জঘন্য হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে সমাজে এই ধরনের হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে।

