ক্যানিং, ৮ অক্টোবর (হি. স.) যাত্রী বোঝাই অটোর সাথে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন অটোর পাঁচ যাত্রী। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং বারুইপুর রোডের উত্তরভাগের কাছে। স্থানীয়রাই আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে অন্যান্য দিনের মতই জীবনতলা থেকে দক্ষিন বারাশতের উদ্দেশ্যে মাছ নিয়ে বিক্রির জন্য যাচ্ছিলেন পাঁচ মাছ ব্যবসায়ী। অটোতে যাওয়ার সময়, অটো চালক আচমকা ঘুমিয়ে পড়েন। তখনই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে অটোটি।

