অবসর প্রাপ্ত ট্রাফিক কর্মীর উদ্যোগে ধর্ম নগরে সচেতনতা শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ অক্টোবর : অবসরপ্রাপ্ত ট্রাফিক শৈলজা শংকর ভট্টাচার্যের উদ্যোগে ট্রাফিক আইন নিয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে রবিবার ধর্মনগরে। এদিন ধর্মনগর থানাধীন কামেশ্বর বাজারে অবসরপ্রাপ্ত ট্রাফিক শৈলজা শঙ্কর ভট্টাচার্যের উদ্যোগে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে। মূলত দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন কতটুকু কার্যকরী তা নিয়ে বিশেষ সচেতনতা শিবিরটির আয়োজন করেন অবসরপ্রাপ্ত ট্রাফিক  কর্মকর্তা। উপস্থিত ছিলেন বাগবাসা কেন্দ্রের বিধায়ক যাদব লাল দেবনাথ, উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, বিএমএস-র উত্তর জেলা সাধারণ সম্পাদক বিপ্লব দাস ,কামেশ্বর পঞ্চায়েতের প্রধান সহ বিভিন্ন স্তরের আধিকারিকরা। এই সভায় বিধায়ক যাদবলাল দেবনাথ বলেন,  উত্তর জেলা পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী একজন প্রশাসনিক কর্মকর্তা হয়েও যেভাবে মানুষের ডাকে মানবিকতা দেখিয়ে প্রতিটা ক্ষেত্রে এগিয়ে আসছেন তার জন্য উনাকে অসংখ্য ধন্যবাদ। তাছাড়া তিনি বলেন, ট্রাফিক আইন ট্রাফিকদের জন্য নয়, আমাদের সুস্থ জীবন যাপন এবং আমাদেরকে রক্ষা করার জন্য। অনেকেই হেলমেট পড়েন না বা হেলমেট ঝুলিয়ে সাথে নিয়ে চলেন পুলিশ দেখলে মাথায় পড়েন। কিন্তু যখন দুর্ঘটনা আসে তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে আমাদের মাথাটা। আর মাথার আঘাত মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তাই ট্রাফিক পুলিশকে ফাঁকি দিতে নয় বা তাদেরকে মান্যতা দিতে নয় ,আমাদের নিজেদের জীবনরক্ষার্থে ট্রাফিক আইন মেনে চলা একান্ত জরুরী। আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় অনেকেই এমন করে হাটি যেন নিজের বাড়ির উঠানে হাঁটছি ,এতে দুর্ঘটনা ঘটার প্রবণতা বৃদ্ধি পায়। তাতে নিজের পাশাপাশি অপর জনকেও দুর্ঘটনার কবলে পড়তে হয়।
 উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী মানুষকে নিজের জীবনরক্ষার্থে পাশাপাশি অন্যের জীবনকে রক্ষা করে সুস্থ সমাজ গঠনে ট্রাফিক আইন মেনে চলার কথা বলেন এদিনের অনুষ্ঠানে। একজন অবসরপ্রাপ্ত ট্রাফিক যেভাবে মানুষের প্রয়োজনে ট্রাফিক আইনের উপর সচেতনতা শিবির করে মানুষকে সচেতন করার প্রয়াস চালিয়েছেন তার জন্য অবসরপ্রাপ্ত ট্রাফিক শৈলজা শংকর ভট্টাচার্যকে অসংখ্য ধন্যবাদ জানান তিনি। বি এম এস এর উত্তর জেলার সাধারণ সম্পাদক বিপ্লব দাস দুর্গাপূজা এবং কালীপূজাতে কিছু কিছু পূজা কমিটি যেভাবে যানবাহন আটক করে চাঁদা আদায় করছে তার তীব্র সমালোচনা করেছেন। সচেতনতা মূলক শিবিরের পাশাপাশি বিধায়ক যাদব লাল দেবনাথ, উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ  চক্রবর্তী এবং অন্যান্যরা রাস্তায় নেমে ট্রাফিক নিয়ন্ত্রনের  কাজও করেন এদিন। যেসব দ্বিচক্র যান আরোহী হেলমেট না পড়ে রাস্তা দিয়ে যাচ্ছিল তাদেরকে  হেলমেট পড়ে যাতায়াত করতে বলেন এবং তা নিয়ে সচেতন করেন।