নির্মলা সীতারমনের সভাপতিত্বে জিএসটি কাউন্সিলের ৫২-তম বৈঠক শুরু

নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স) : জিএসটি কাউন্সিলের ৫২-তম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বৈঠকে সভাপতিত্ব করছেন। শনিবার নয়াদিল্লির সুষমা স্বরাজ ভবনে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) কাউন্সিলের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। সোশ্যাল মিডিয়া এক্স-এর মাধ্যমে পোস্ট করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের এই বৈঠকের তথ্যটি জানিয়েছে। এই বৈঠকে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত রয়েছেন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রীরা। এছাড়াও কেন্দ্র ও রাজ্য সরকারের ঊর্ধতন আধিকারিকরাও উপস্থিত রয়েছেন। বৈঠকটি নয়াদিল্লির সুষমা স্বরাজ ভবনে শুরু হয়েছে শনিবার সকাল ১০টায়। করের হার, নীতি পরিবর্তন, প্রশাসনিক সমস্যাগুলি সহ জিএসটি সংক্রান্ত নানা বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এই বৈঠকে।

জিএসটি কাউন্সিলের ৫২ তম বৈঠকের উদ্দেশ্য হল, ভারতীয় কর ব্যবস্থার জটিল সমস্যাগুলি নিয়ে আলোচনা করা এবং সমাধানগুলি খুঁজে বের করা। শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকের আগে, দিল্লির অর্থমন্ত্রী আতিশি অনলাইন গেমিং শিল্পের উপর ২৮ শতাংশ ট্যাক্স আরোপের বিষয়ে কেন্দ্রের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, কোসিলের কোম্পানিগুলির উপর কর ফাঁকির নোটিশ প্রত্যাহার করার কথা কেন্দ্রীয় সরকারের বিবেচনা করা উচিত। আতিশি আরও জানান, দিল্লি সরকারের বিরোধিতা সত্ত্বেও, অনলাইন গেমিং শিল্পে ২৮ শতাংশ কর আরোপ করা হয়েছিল।এই কর আরোপ করার আগেও,জিএসটি কাউন্সিল গত ছয় বছরে অনলাইন গেমিং শিল্পে ১.৫ লক্ষ কোটি টাকার কর ফাঁকির নোটিশ পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *