কৈলাসহরস্থিত ঊনকোটি জেলা কারাগার পরিদর্শনে গিলেন সান্তনা চাকমা

 আগরতলা, ৭ অক্টোবর: শনিবার কারামন্ত্রী সান্তনা চাকমা কৈলাসহরস্থিত ঊনকোটি জেলা কারাগার পরিদর্শনে গিয়েছেন। পরিদর্শনকালে মন্ত্রী শান্তনা চাকমার সাথে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, সহ অন্যান্য আধিকারিক।

এদিন তিনি কারাগারে  কয়েদিদের কোনো ধরনের অসুবিধা হচ্ছে কিনা এবং সময় মতো প্রতিদিন খাবার দেওয়া হচ্ছে কিনা সেইসব বিষয়  কয়েদিদের সাথে কথাবার্তা বলে অবগত হয়েছেন। তাছাড়া জেলা কারাগারের পাকা ভবন বেশ পুরনো হবার ফলে কিছু অংশ প্রলেপ ঝরে পড়ছে। 

পরিদর্শন শেষে মন্ত্রী  সান্তনা  চাকমাকে পুরনো ভবনের বিষয়ে জিজ্ঞেস করলে মন্ত্রী বলেন, জেলা কারাগার নতুন করে কৈলাসহরের জারুলতলী এলাকায় নির্মান করা হচ্ছে। নতুন পাকা ভবনের কাজ প্রায় নব্বই শতাংশ সম্পন্ন হয়ে গেছে। খুব দ্রুত জেলা কারাগার স্থানান্তর করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *