‘দূষিত” হয়ে উঠল দিল্লির বাতাস, রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি সেলসিয়াস

নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.): শীতের আগমণের এখনও ঢের বাকি, এরইমধ্যে দূষিত হয়ে উঠল রাজধানী দিল্লির বাতাস। পাশাপাশি দিল্লিতে শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শনিবার সকাল ৯টা নাগাদ দিল্লিতে বাতাসের গুনগতমান রেকর্ড করা হয়েছে ২৩১, যা খারাপ পর্যায়ের মধ্যেই পড়ে।

দিল্লিতে এবারের শীতে বাতাসের গুণগতমান ঠিক রাখার জন্য ইতিমধ্যেই কর্মপরিকল্পনা ঘোষণা করেছে অরবিন্দ কেজরিওয়াল সরকার। দীপাবলিতে নিষিদ্ধ করা হয়েছে সমস্ত ধরনের বাজি। অতচ অক্টোবর মাসের শুরুতেই দূষিত হয়ে উঠল দিল্লির বাতাস।