আগরতলা, ৭ অক্টোবর : আজ বটতলা উদ্বাস্তু বাজার ব্যবসায়ী কেন্দ্রীয় সমিতির ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির ঘোষণা দিলেন মেয়র দীপক মজুমদার।
উল্লেখ্য, ২৮ সদস্য বিশিষ্ট পূর্বতন কমিটি পদত্যাগ করায়, শনিবার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। একইসাথে সাত সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি ব্যবসায়ী সঞ্জীব মজুমদার এবং সম্পাদক হলেন সুভাষ দাস।
পূর্বতন কমিটির বিরুদ্ধে বাজার উন্নয়ন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ডে যুক্ত থাকারও অভিযোগ রয়েছে। বটতলা বাজারে বেআইনের নেশার ঠেক এবং পুর নিগম কর্তৃক বেআইনি উচ্ছেদের বিরুদ্ধে পূর্বতন বাজার কমিটি বামেদের আয়োজিত প্রতিবাদ মিছিলেও অংশগ্রহণ করেছিল।