দক্ষিণ হাইলাকান্দি ব্লকের তিনটি জিপিতে কৃষি মেলা অনুষ্ঠিত

হাইলাকান্দি (অসম) ৭ অক্টোবর (হি.স.).: দক্ষিণ হাইলাকান্দির ব্লকের তিনটি জিপিতে কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন সরকারি বিভাগের প্রকল্পগুলি প্রদর্শনী করে জনসাধারণকে বুঝিয়ে দেওয়া হয়। প্রকল্পগুলির সুযোগ যাতে জনসাধারণ নিতে পারেন সে ব্যাপারে সরকারি আধিকারিকরা জনসাধারণকে বুঝিয়ে দেন কৃষি মেলায়। ঘাড়মুরা জিপি কার্যালয়ে ভেটেনারি বিভাগের ক্যাম্প স্থাপন করে ৭৪টি পশুকে টিকাকরণ করা হয়। পাশাপাশি কৃষি বিভাগের ফার্মার্স প্রডিউসার কোম্পানি গঠনের জন্য জেনারেল বডি মিটিং কিভাবে করতে হয় তা দেখিয়ে দেওয়া হয়। এতে পিএম কিষান হেল্প স্থাপন করা হয় এবং ৩০ জন কৃষক অংশ নেন।

এছাড়া পিএম কিষানের ইকেওয়াইসি কিভাবে সংযোগ করতে হয় তা ১১৬ জন কৃষককে দেখিয়ে দেওয়া হয়। পাশাপাশি ৫০ জন কৃষকের কাছ থেকে জমির দলিল সংগ্রহ করা হয় কৃষি বিভাগের প্রকল্পের জন্য। দ্বিতীয় কৃষি মেলাটি আয়োজন করা হয় মণিপুর-নিষ্কর জিপি অফিসে। এতে ২০২৩ সালে খারিফ শস্যের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার নীতি কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এতে ফারমার্স প্রডিউসার কোম্পানি সম্পর্কে আলোচনা করা হয়, এবং কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ন্যাচারাল ফার্মিং সম্পর্কে আলোচনাও করা হয় এতে। পাশাপাশি সয়েলথ হেলথ কার্ডে নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয় এতে।

তৃতীয় কৃষি মেলাটি অনুষ্ঠিত হয় দারিয়াঘাট -কারিছড়া জিপি অফিসে। এতে কেসিসি নিয়ে আলোচনা করা হয়। এতে ৫৬ জন কৃষকের কাছ থেকে কেসিসির জন্য ফরম সংগ্রহ করা হয় ।উল্লেখ্য উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে পড়া উচ্চাকাঙ্ক্ষী উন্নয়ন খন্ড হিসাবে বেছে নিয়ে ওই উন্নয়ন খন্ডকে এগিয়ে নিয়ে যেতে সংকল্প সপ্তাহ পালনের অঙ্গ হিসাবে দক্ষিণ হাইলাকান্দির জিপি গুলিতে এই কৃষি মেলার আয়োজন করা হয় ।