মিরজাপুর, ৭ অক্টোবর (হি.স) : উত্তরপ্রদেশের মিরজাপুর জেলায় কুয়ো থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়। উত্তরপ্রদেশের মিরজাপুর জেলার জামালপুর থানা এলাকার শেরওয়ান গ্রামে শনিবার কুয়ো থেকে এক মধ্যবয়সী মহিলার দেহ উদ্ধার হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীরা পুলিশে খবর দিলে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতার নাম ইন্দ্রাবতী, বয়স ৪২।
গ্রামবাসী ও পরিবারের সদস্যদের সহায়তায় পুলিশ দেহটি কুয়ো থেকে উদ্ধার করে। মৃতার পরিবারের সদস্যরা জানান, গত ২ অক্টোবর সকালে মহিলা বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকে নিখোঁজ ছিলেন। শনিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। জামালপুর থানার পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।