নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স) : আম আদমি পার্টি (এএপি)-র রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের দুই সহযোগীকে তলব করল ইডি। দিল্লির একটি আদালত বৃহস্পতিবার আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে পাঁচ দিনের ইডি হেফাজতে পাঠায়। শুক্রবার আর্থিক তদন্তকারী সংস্থা, সঞ্জয়ের ঘনিষ্ঠ সহযোগী বিবেক ত্যাগী এবং সর্বেশ মিশ্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে জানা গিয়েছে, সংস্থা দু’জনকে শুক্রবার তাদের সদর দফতরে হাজিরা দিতে বলেছে।
২০২১-২২ সালের দিল্লির আবগারি নীতি সম্পর্কিত একটি দুর্নীতির মামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত সঞ্জয় সিং। বৃহস্পতিবার সিংয়ের হেফাজত চাওয়ার সময় ইডি আদালতকে জানিয়েছে, আবগারি নীতির জন্য সর্বেশ মিশ্র, এএপি নেতার থেকে এক কোটি টাকা পেয়েছিলেন। তার রিমান্ড নোটে তদন্ত সংস্থা জানিয়েছে, সঞ্জয় সিং দিল্লি মদ কেলেঙ্কারিতে মোট ২ কোটি টাকা পেয়েছে। একজন ব্যবসায়ী এই ২ কোটি টাকা সঞ্জয় সিংকে দিয়েছিল বলে ইডি জানিয়েছে। এএপি নেতার সঙ্গে ব্যবসায়ী দীনেশ অরোরা সহ বেশ কয়েকজন অভিযুক্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও জানা গিয়েছে।

