কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি গঠন করল তিপরা মথা

আগরতলা, ৫ অক্টোবর: তিপরা মথার নয়া সাংগঠনিক পদক্ষেপ। গঠিত হল ৭ সদস্যকের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি। 

আজ মথার  সভাপতি বিজয় কুমার রাঙ্ঘল এক বিজ্ঞপ্তি জারি করে ৭ সদস্যকের এই নয়া কমিটির ঘোষণা দিয়েছেন। ওই কমিটিটে রয়েছেন, গৌরী শংকর রিয়াং, বূর্বমোহন ত্রিপুরা, নরেন্দ্র দেবর্বমা, এস কে ডার্লং, চন্দ্রোদয় রুপিনী, রণজিৎ দের্ববমা  এবং রমেশ দের্ববমা।
এদিন সভাপতি বিজয় কুমার রাঙ্ঘল বিজ্ঞপ্তিতে বলেন, দলের সংগঠনকে মজবুত করার জন্য মথার কেন্দ্রীয় কার্যকরী কমিটি কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।