বানারহাট, ৫ অক্টোবর (হি.স.) : উত্তর সিকিমের মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানে নিখোঁজ জলপাইগুড়ির বানারহাট ব্লকের কাঠালগুড়ি চা বাগানের দুই শ্রমিক। নিখোঁজ দুই যুবকের নাম পঞ্চন ওরাওঁ(৩৫),অজিত মুন্ডা(২৯)।বিপর্যয়ে কবলে আটকে পড়েছে এই এলাকার আরও তেরো জন।
বৃহস্পতিবার কাঠালগুড়ি চা বাগানের দুই শ্রমিকের নিখোঁজের খবরে চা বাগান এলাকায় নেমে আসে শোকের ছায়া।স্থানীয় সূত্রে জানা যায়, এই চা বাগান থেকে মোট ১৫ জন সিকিমে শ্রমিকের কাজ করতে গিয়েছিল। কাঠালগুড়ি চা বাগানের চারজন এক ঠিকাদারের অধীনে কাজ করত। ঘটনার দিন রাত থেকে কাঠালগুড়ির দুজন শ্রমিকের খোঁজ মিললেও বাকি দু’জন নিখোঁজ। যদিও সিকিম থেকে বাকি দুই শ্রমিক জানান, নিখোঁজ দু’জন নাকি ভেসে গেছে জলে। ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন চামুর্চি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সন্দীপ ছেত্রী, বিজেপি এসটি মোর্চার জেলা সভাপতি মহেশ্বর মাহালী।