নিজস্ব প্রতিনিধি বিলোনিয়া, ৪ অক্টোবর : নাবালিকা বিবাহ যেন কিছুতেই বন্ধ হচ্ছে না, আইন যত কঠোর হচ্ছে নাবালিকা বিবাহও যেন দিন দিন আইনের ফাঁক গলে ততই বাড়ছে।
গতকাল গভীর রাতে বিলোনিয়া শহরের আর্যকলোনি এলাকার তপন চক্রবর্তী নামে এক পুরোহিতের বাড়িতে ১৬ বর্ষীয়া নাবালিকার বিবাহ কার্য সম্পন্ন করে পুরোহিত তপন চক্রবর্তী, রাত প্রায় দুটো নাগাদ বিবাহ কার্য সম্পন্ন হলে বিলোনিয়া থানার পুলিশ এসে হানা দেয়।
পুরোহিতের বাড়িতে এবং হাতেনাতে নাবালিকা সহ বর, বর যাত্রী এবং পুরোহিতকে ধরে ফেলে ,আজ ঘটনার খবর পেয়ে পুরোহিতের বাড়িতে এবং নাবালিকার বাড়িতে ছুটে গিয়েছেন।
বিলোনিয়া মহকুমা প্রশাসনের পক্ষে ডিসিএম সঞ্জয় শীল এবং চাইল্ড লাইন কর্তৃপক্ষ, তারা নাবালিকাকে শহরের বাঁশপাড়া কলোনি এলাকার মাসির বাড়ি থেকে উদ্ধার করে সখি ওয়ান স্টপ সেন্টারে নিয়ে আসে।
এছাড়াও পুরোহিত ও নাবালিকাকে বিয়ে করতে আসা বর পিন্টু পাল (৩৪) এবং নাবালিকার বাবাকে মহকুমা শাসকের অফিসে নিয়ে আসে।
,এই বিষয়ে মহকুমা শাসক রতন ভৌমিক জানান নাবালিকা বিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ, যারা এতে সহযোগিতা করে তারাও সমান অপরাধে অপরাধী, এই ক্ষেত্রে আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি জানান শহরের দক্ষিণ মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ে নাবালিকা, এই বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করা হয়েছে জানা গেছে বিয়ে করতে আসা বর পিন্টু পালের বাড়ি লেফুঙ্গা থানাধীন লেম্বু ছড়া এলাকায়,সে একটি প্রাইভেট কোম্পানিতে সিকিউরিটির কাজ করে এখন দেখার বিষয় আইনকে মান্যতা দিয়ে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়,নাকি আইন আইনের খাতায় থেকে যাবে এটাই এখন প্রশ্নচিহ্ন হয়ে দেখা দিয়েছে, তবে সকলের দাবি নাবালিকা বিবাহ বন্ধ করতে হলে কয়েকটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা দরকার।