আগরতলা, ৩ অক্টোবর: দূর্গা পূজায় আলোকসজ্জার নাম করে ক্লাবগুলি শহরের রাস্তার মাঝখানে তৈরি করছে তোরণ বা গেইট। বেআইনিভাবে রাস্তা দখল করার জন্য বিভিন্ন ক্লাবের বিরুদ্ধে আজ অভিযানে নেমেছে আগরতলা পুর নিগম।
দূর্গোৎসবে শহরকে আলোক সজ্জায় সাজিয়ে তোলার জন্য ইতিমধ্যে বিভিন্ন ক্লাবগুলি রাস্তায় তোরণ বা গেইট নির্মাণ করছে। তাতে বিভিন্ন ক্লাব বেআইনিভাবে রাস্তা দখল করে নিচ্ছে। এরই বিরুদ্ধে অভিযানে নামে নিগমের আধিকারিকরা। বেআইনীভাবে রাস্তা দখল করার জন্য রামকৃষ্ণ ক্লাব এবং ব্লাড মাউথ ক্লাবকে নির্মিত গেইট খুলে নেওয়ার নির্দেশ দিয়েছে পুর নিগম। যে সব ক্লাব পুর নিগমের নির্দেশ পালন না করবে ওই ক্লাবগুলির বিরুদ্ধে আইনি ব্যবহা গ্রহণ করা হবে বলে জানান নিগমের আধিকারিক।