জি বি বাজারে নিগমের উচ্ছেদ অভিযান 

আগরতলা, ৩ অক্টোবর: রাস্তার দুইপাশে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে আগরতলা পুর নিগম।আজ সকালে জিবি বাজার এলাকায় জবরদখলে থাকা দোকানগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে মেয়র দীপক মজুমদার বলেন, জিবি বাজারের রাস্তা দীর্ঘ করা এবং  আগরতলা শহরকে যানজটমুক্ত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিন আগরতলা মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, রাস্তার দুই পাশে সরকারি জায়গায় বেআইনিভাবে দোকানপাট গড়ে তোলা হয়েছে। বেআইনি দখলদারদের আগেই নির্মাণ ভেঙে ফেলার বা সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকবার বলা হয়েছিল। কিন্তু অনেকেই তাতে কর্নপাত করেননি। তাই থেকে দূগাপুজো পর্যন্ত বেআইনিভাবে দখল করে রাখা জায়গা মুক্ত করা হবে।

এদিন তিনি আরও জানিয়েছেন, বিগত দিনে যারা আগরতলা পুর নিগম পরিচালনার দায়িত্বে ছিলেন তাঁরা নিজেদের কাজ সঠিক ভাবে করেননি। ২০১৮ সালের পর রাজ্যে সরকার গঠন হওয়ার পর আগরতলা পুর নিগম কাজ করে যাচ্ছে। তাঁর কথায়, জিবি বাজারের রাস্তার দীর্ঘ করার দরকার রয়েছে।  তাই আজ বুলডোজার দিয়ে দোকান পাট ভেঙ্গে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *