ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর।। লীগের শেষ ম্যাচে রাজস্থানের কাছে ৮ গোলে হারটাই ত্রিপুরাকে অনেকটা পিছিয়ে দিয়েছে। গ্রুপ শীর্ষে থেকে দিল্লি তিন দিন আগেই সেমি ফাইনালে খেলার ছাড়পত্র ছিনিয়ে নিয়েছে। গ্রুপে অবশিষ্ট চার দলের পারস্পরিক শেষ লড়াই ছিল স্রেফ নিয়ম রক্ষার। তবে মূলপর্বে খেলা অধরা থাকলেও দ্বিতীয়/ তৃতীয় শীর্ষে থাকার স্বীকৃতি নিয়ে ঘরে ফিরলে আগামী দিনের মনোবল কিছুটা চাঙ্গা হয়। দিল্লিতে আয়োজিত জুনিয়র বালকদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ তথা বিধানচন্দ্র রায় ট্রফি ফুটবল আসরের দ্বিতীয় স্তরের গ্রুপ সি-তে খেলে ত্রিপুরা পাঁচ দলীয় আসরে চতুর্থ শীর্ষে থেকে ঘরে ফিরছে। মোটকথা, এবারকার বিসি রায় ট্রফিতে ত্রিপুরা দল এক প্রকার মিশ্র ফল করেছে বলা যায়। পাঁচদলীয় গ্রুপে চার ম্যাচের মধ্যে তিনটিতেই হারতে হয়েছে। একমাত্র জয় পেয়েছে পন্ডিচেরির বিরুদ্ধে। তাও ৭-১ গোলের বড় ব্যবধানে। প্রথম দুটি ম্যাচে যথাক্রমে বিহার ও দিল্লির কাছে ০-২ এবং ০-৬ গোলে পরাজয় ত্রিপুরা দলের মনোবল অনেকটা হ্রাস করেছে। অতঃপর তৃতীয় ম্যাচে পন্ডিচেরির বিরুদ্ধে ৭-১ গোলে দুর্দান্ত জয় ত্রিপুরা শিবিরে আশার আলো জিইয়ে রেখেছিল। কিন্তু অন্তিম ম্যাচ ত্রিপুরাকে একপ্রকার শূন্য হাতেই ঘরে ফিরিয়েছে।
2023-10-03