মনরেগার নামে দরিদ্র মানুষদের লুট করছে পশ্চিমবঙ্গ সরকার : গিরিরাজ সিং

নয়াদিল্লি, ২ অক্টোবর (হি.স.): পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তাঁর মতে, মনরেগার নামে দরিদ্র মানুষদের লুট করছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ‘বঞ্চনা’র অভিযোগ এনে দিল্লির রাজঘাটে ধর্নায় বসেছে তৃণমূল কংগ্রেস। ১০০ দিনের কাজ করেও যাঁরা টাকা পাননি, সেই বঞ্চিতদের নিয়ে দিল্লি গিয়েছে তৃণমূল। নেতৃত্বে রয়েছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার গান্ধীজয়ন্তীর দিন রাজঘাটে তাঁদের কর্মসূচি ছিল।

এই কর্মসূচির সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, “তারা (পশ্চিমবঙ্গ সরকার) মনরেগার নামে দরিদ্রদের লুটপাট শুরু করেছে। মনরেগা-তে ২০২২ সালের মার্চ পর্যন্ত, আমরা ৫৪,১৫০ কোটি টাকা দেওয়ার কাজ করেছি, যেখানে ইউপিএ আমলে মাত্র ১৪,০০০ কোটি টাকা দেওয়া হয়েছিল… আমরা কখনও কোনও প্রকল্পে তহবিল বন্ধ করিনি।”