গোয়ালিয়র, ২ অক্টোবর (হি.স) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার মধ্যপ্রদেশকে ১৯ হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী সোমবার মেলার মাঠে আয়োজিত একটি জমকালো অনুষ্ঠানে মধ্যপ্রদেশকে ১৯ হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ উপহার দিয়েছেন। মোদী শেওপুর ব্রডগেজ লাইনে গোয়ালিয়র থেকে সুমাওয়ালি পর্যন্ত এমইএমইউ ট্রেনকে পতাকা দেন। সেইসঙ্গে দিল্লি ভাদোদরা এক্সপ্রেসওয়ে দেশবাসীর ব্যবহারের উদ্দেশে তুলে দেওয়া হয়। এছাড়াও, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় দুলক্ষেরও বেশি মানুষকে বাড়ি উপহার দিয়েছেন। এছাড়াও প্রদর্শনীতে সব প্রকল্পের মডেলও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
সোমবার বিকেল ৩টে নাগাদ বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে গোয়ালিয়র বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী বিমানে করে মধ্যপ্রদেশের মেলার মাঠে আসেন। সেখানে তাঁকে স্বাগত জানান, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং অন্যান্য জনপ্রতিনিধিরা। এখানে তিনি রিমোটের বোতাম টিপে ১৯,০০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

