এশিয় গেমসে ভারতীয়দের সাফল্যে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর

কলকাতা, ২ অক্টোবর (হি স)। এশিয় গেমসে ভারতীয়দের সাফল্যে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার তিনি এক্স-হ্যাণ্ডেলে লিখেছেন, “দলগত সংহতির অবিশ্বাস্য প্রদর্শন ঘরে এনেছে আরও একটি ব্রোঞ্জ পদক! আনন্দকুমার ভেলকুমার, সিদ্ধান্ত রাহুল কাম্বলে, বিক্রম রাজেন্দ্র ইঙ্গলে পুরুষদের স্পিড স্কেটিং ৩০০০ মিটার রিলেতে ব্রোঞ্জ পেয়েছেন। ভারত আনন্দিত এবং এই কৃতিত্বে অত্যন্ত গর্বিত!

কার্তিক জগদীশ্বরন, হিরাল সাধু এবং আরতি কস্তুরিরাজকে অভিনন্দন। আমাদের ব্যতিক্রমী মহিলাদের স্পিড স্কেটিং রিলে দল এশিয় গেমসে মহিলাদের স্পিড স্কেটিং ৩০০০ মিটার রিলেতে একটি অসাধারণ ব্রোঞ্জ পদক জিতেছে৷ তাঁদের অটল সংকল্প এবং অসামান্য টিমওয়ার্ক বেশ কিছু লোকের জন্য অনুপ্রেরণা।