ছত্তিশগড় : বিধানসভা চত্বরে মহাত্মা গান্ধী ও লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন

রায়পুর, ২ অক্টোবর (হি.স.) : জাতির জনক মহাত্মা গান্ধী ও লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে তাদেরকে শ্রদ্ধা নিবেদনের জন্য ছত্তিশগড় বিধানসভা প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার, ছত্তিশগড় বিধানসভার সচিব দীনেশ শর্মা এই মহান দুই ব্যক্তিত্বের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ও জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোমবার বিধানসভা সচিবালয়ের উর্ধ্বতন আধিকারিক ও কর্মীরা উভয়কে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে অনুরাগ সিং, কুন্দন চৌহান, লক্ষ্মীকান্ত সেন, রাজেশ চৌহান, রামকুমার যাদব এবং সচিবালয়ের সহকর্মীরা গান্ধীজির বিখ্যাত ভজন “বৈষ্ণব জন তো তেনে কাহিয়ে”, এবং “রঘুপতি রাঘব রাজা রাম” গানে গলা মেলান।